# 'ইন্জিনিয়ার দিবস'-২০২২ #
               (কবিতা)


বিশ্বকর্মা ঠাকুরের সব চেলা তারা!
তদেরই বলে এখন...ইন্জিনিয়ার,
তাঁর অপূর্ণ কাজ সামলান এনারা
ধরণীতে তাই, নরের জয়জয়কার।


কলম, আর মস্তিষ্কের যোগাযোগে
এনারা-ই করেন নূতনের আবিস্কার,
তার জোরেই মানুষ আজ মহাবিশ্বে-
করেছে পদক্ষেপ, চাইছে অধিকার।


বেশ খালি ছিল, কয়েক যুগ আগে!
আজ ইন্জিনিয়ারে প্রায় গেছে ভরে,
বিশ্বের উন্নয়ন কী শেষ হয়ে গেছে ?  
ইন্জিনিয়ার বেকার...রাস্তায় ঘোরে।


আজ...আধুনিক মহীশুরের জনক
প্রকৌশলী ৺বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন,
একাধারে তিনি ছিলেন.....
নাইট, , শিক্ষাবিদ, ভারতরত্ন, স্কলার
অর্থনীতিবিদ ও সিভিল ইন্জিনিয়ার,
শ্রদ্ধাঞ্জলি রইল, তাঁর শ্রীচরণে আমার।
*************************
সুব্রত ভৌমিক  ১৫/০৯/২০২২  কোল-৭৫
**************************