# 'গুন্ঠন' #
  (কবিতা)


'ত্বক'...
ঢাকে শরীর অসীম ভালোবাসায়,
অঙ্গের সব অন্দর মহল--
ঝড়-জল-দূষণ থেকে রক্ষা পায় ।
রৌদ্রে ঘাম ঝড়িয়ে দেহ শীতল করে--
আর, 'ভিটামিন' জুগিয়ে সুস্থ রাখে।


যৌবনে সে, রূপের প্রধান কারিগর
উজ্জ্বলতায় ভরিয়ে দেয় চারিধার,
তখন তার কত যত্ন, কত আদর !!!
নবনীর পর, মাখে সুগন্ধি আতর।


যৌবনে, উচ্ছলতার থাকে সে সাক্ষী
জীবনে ওঠা পড়ার সব খেলায়--
থাকে সামনে...হয়ে দেহ-প্রাসাদ রক্ষী !!


কৈশর-যৌবন-বয়সকাল পেরিয়ে আসে বার্ধক্য
জৌলুস হারায় দেহ...দেহাবরণ যায় কুঁচকে,
কুৎসিত হয় শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ...
কিন্তু ত্বক !!
দুর্বল হয়েও রক্ষা করে চলে দেহের অস্তিত্ব
ঠিক যেমন করে 'জননী'...
রক্ষা করে চলেন আজীবন স্নেহ দিয়ে--
সবার প্রাণ...অন্তিম লগ্ন পর্যন্ত।
********************************************
সুব্রত ভৌমিক ২২১০২০২০ , ০৪১২২০২১ কোল-৭৫
*********************************************