# 'হালের গান-বাজনা' #
    (কবিতা)


বর্তমানে...জনপ্রিয় 'টিভি-চ্যানেলে' হয় -
জনপ্রিয় গানের চমকপ্রদ সব অনুষ্ঠান,
প্রায় প্রতিদিনই চলে অনেক সময় নিয়ে -
সাড়ম্বরে, চোখ ধাঁধানো সব পরিবেশন।


নাচের মতন...মানুষ এখন গান দেখেন !
চোখ বুঁজে, সঙ্গীত উপভোগ করেন না
সঙ্গীতের মায়া জালে...বুঁদ হয়ে যান না।
যারা নিরুপায়...
রেড়িওতে গান-টান শোনেন মনের দুঃখে !
আগের মত হটাৎ, গুন গুন করে ওঠেন না।
ব্যতিক্রমী মানুষ, অবশ্যই অনেক আছেন -
তবে অনুপাতে কম...ধর্তব্যেই আসেন না।


কিছু কিছু ব্যতিক্রম ছাড়া...
মনে হয়, বর্তমানে গানের সব অনুষ্ঠানে -
শিল্পীর রূপ, ড্রেস বিচার করা হয় প্রথমে,
পরে...ভঙ্গিমা, ভাব প্রকাশের নাটুকেপনা
সাথে, নৈসর্গিক দৃশ্যাবলীর 'প্রোজেকশন',
শেষে...কথা, সুর, ছন্দ ও উদ্দাম-বাজনা !


তরুণ শিল্পীরা, যদি হন অপরূপ দর্শনধারী !
তবে তো কোন কথাই নেই, 'মারদিয়া কেল্লা'
গানের গুণমান !! প্রায় বিচারই আর হয় না
সফল হয় আধুনিক নৃত্যসম, গায়কী-কলা।


স্থির হয়ে বসে...আসর মাতাবার ক্ষমতা !
হারিয়ে গেছে, শিল্পী ও গানের সেই মান ,
হারিয়ে যাচ্ছে ক্রমে বিস্মৃতির অতল তলে -
কালজয়ী দেশী-সুরে সোনালী দিনের গান।


আমার কথা ভুল হতে পারে, কারো বিচারে
ক্ষমা করে দেবেন 'প্লীজ'...অনুরোধ সবারে।


*************************
সুব্রত ভৌমিক  ২১-০৭-২০২২  কোল-৭৫
**************************