# "হাঁটি-হাঁটি-পা-পা" #
        (কবিতা)
                    
কুড়ি-একুশ সালের ফেব্রুয়ারিতে
বাতাসে আনন্দ-বার্তা গেল রটি
শনি-রবি বারে 'মার' যাবে নাকো
উৎসবের 'সরকারি' কোন ছুটি !!


দীর্ঘ মন খারাপের হল অবসান
আরামে ভাগ্যবানেরা আরো
কর্মহীন-অলস দিন কাটান।


বোঝা গেল, শনি-রবির ছুটিতে
হয়না কোন অনন্দ-বা-পূণ্য...
তাই, ওদু'টি দিন রাখা হলনা
সরকারের ছুটির তালিকায়
নইলে !!
আনন্দ-আহ্লাদ হবে যে শূন্য।


সব মিলিয়ে সাত দিনের সপ্তাহে
চার দিনই হলো পুরোপুরি ছুটি !!
বিশ্বাস না হলে, হিসাব কষে বুঝে নিন
কথাটা...মিথ্যে-না-খাঁটি।


অফিসে, এরপর ছুটি কাটানর গল্পে
যাবে আরো প্রায় এক দিন...
বাকি দু-দিনে হবে অফিসের কাজ
আর...পরের সপ্তাহের ছুটির প্লানিং।


নেই কোন চিন্তা অবসর জীবনে
আছে মোটা পেনশন্ , চলবে সমানে !!


অকর্মার ধাড়ী হয়ে থাকবে সমাজে,
তাতে কি বা এসে যায় !!
পেরেছেতো জীবনটা অলস ভাবে--
সপরিবারে দুধে-ভাতে কাটাতে !!


তবে !!...আছে কিছু সরকারি লোক
কাজ-পাগলা, সরল আর বোকা !!
কাজ নিয়ে মেতে থাকে দিন-রাত
করেনা সব ছুটি-ছাঁটার তোয়াক্কা।


কিছুটা এগিয়ে দেয় দেশটাকে এরাই
হাঁটি-হাঁটি-পা-পা...এগুই আমরা সবাই।
******************************
সুব্রত ভৌমিক