# 'হায় ইলিশ' #
       (কবিতা)


প্রায় অর্ধশত বছর আগে...
গড়তে বড় এক তৈল-শোধনাগার
গিয়েছিলাম হলদিয়ার গঙ্গার পাড়।


মজে ছিলাম ভোজনে, বড়-বড় ইলিশ প্রেমে
অপূর্ব স্বাদে-গন্ধে !! খুব সস্তাও ছিল সেখানে।
কব্জি ডুবিয়ে খেয়েছিলাম সে মাছ মনভরে
ভাপা-ভাজা-ঝালে-ঝোলে !! দু'সপ্তাহ ধরে।


তারপর সেকি কান্ড !!
নিঃশ্বাস-প্রশ্বাস, বাসন-কুশণ, বেশ-ভূষা--
হল তীব্র ইলিশ-ঘ্রান-ময় !! অসহ্য অবস্থা !!
অসুস্থ হয়ে, দিন কয়েক ছাড়লাম হলদিয়া।


হালে জানি...বেজায় কমেছে আমদানি
তাই, দাম তার লাগাম ছাড়া...
বাজারে হিংসে করি তাদের কিনছে যারা।


অবসর জীবনে বড় ইলিশ কেনা !! স্বপ্ন,
এখনো, আছে লেগে সেই অপূর্ব স্বাদ-গন্ধ,
ইচ্ছে হলে !! মনে মনে মেখে নি ভাতের সাথে--
যখন অন্য মাছে অরুচি আসে, খেতে খেতে।


এরপর হয়তঃ, শিঘ্রই ইলিশ-নির্যাস-
শিশি ভরে বিকোবে সস্তায় বাজারে...
ভাতে মেখে !! জনতা খাবে পেটপুরে,
হায় ইলিশ...সত্যিই কি তুমি স্মৃতি হয়ে-
ছবিতে ঝুলবে দেওয়ালে, মধ্যবিত্তের ঘরে !!
********************************************
সুব্রত ভৌমিক ২৬০৮২০২০ ১৮১২২০২১ কোল-৭৫
*********************************************