# 'হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে' #
                  (কবিতা)


কতই তো হচ্ছে বাংলায় এখনও ভালো গান,
            গাইছেন কত সঙ্গীত-গুরু !!
কিন্তু,ঁহেমন্ত মুখোপাধ্যায়ের গানের মত এ গীত -
             করে কি মনকে উড়ুউড়ু ??
কন্ঠস্বর যেন, রূপকথার 'হ্যামিলিনের' বাঁশির সুর !!
            আশ্চর্য্য-সম্মোহনী-অগুরু।


শুধুমাত্র সঙ্গীতেই ছিল তাঁর সম্পূর্ণ নিবেদিত প্রাণ
              মোহ মুক্ত খাঁটি বঙ্গ সন্তান।
পদ্মশ্রী,পদ্মভূষণ উপাধি করেছিলেন প্রত্যাখ্যান !!
              বাংলা ছাড়িয়ে বহুদূরের -
হিন্দী বলয়েও ছিল তাঁর সমান পরিচিতি ও সন্মান।


কয়েকশ'  বাংলা ও হিন্দি সিনেমার তিনি সুরকার
               বহু গান এখনো জনপ্রিয় !!
"নীল আকাশের নীচে" গানটি আমার ছোট্টবেলার।


ছেড়ে ছিলেন বাংলা...সঙ্গীতের উন্নতির সংকল্পে
               মায়া-নগরী মুম্বাইয়ের ডাকে
প্রতিষ্ঠিত হয়েছিলেন বড় শিল্পী, সুরকার হিসেবে।


ঈশ্বর এসেছিলেন পরাধীন ভারতে তাঁর রূপ ধরে,
                 গুটি কয়েকজনের সাথে -
জনপ্রিয় করে গেছেন রবীন্দ্রসঙ্গীত, জনমানসে।
                  ছিল দয়ার শরীর তাঁর !!
নিয়মিত সাহায্যে, চালাতেন কিছু অসহায় পরিবার।


আজ জুন মাসের ষোল তারিখ...কুড়ি-বাইশ সাল,
                তাঁর ১০৩ তম জন্মদিনে -
রইল আমার শতকোটি প্রনাম ও কৃতজ্ঞতা বিশাল। ******************************
সুব্রত ভৌমিক  ১৬-০৬-২০২২  কোলকাতা-৭৫
******************************