.     # 'হোস্টেল কিসসা' #
                (কবিতা)


হোস্টেলে কেটেছে, পাঁচ বছর!
শিবপুর, বিক্কলেজ ক্যাম্পাসে
কি আনন্দেই গেছে দিনগুলো!
'সিনিয়র' মনটা আনন্দে ভাসে।


বিশাল ক্যাম্পাস, ঢাকা সবুজে
কলেজ, হোস্টেল সব দূরে দূরে,
বিশুদ্ধ বাতাসের আসা যাওয়া!
শরীর থাকত আনন্দে ফুরফুরে।
************
হোস্টেলের গামলায় ভর্তি ডাল -
ট্যালটেল ! মনে হত ডাল ছাড়া !
মাঝে মাঝেই ভাসত সেই ডালে -  
পাচকের বিড়ির ডগা...পোড়া।


তরকারি কিম্বা আমিষের ঝোল-
হোত সব বিস্বাদ-বর্ণহীন-পানসে
কিন্তু একদিন !
খুব ভালো রান্না হোত প্রতিমাসে
চেটেপুটে খেতাম, ভালোবেসে।


রান্নার মশলা নিয়ে যেতো রোজ-
'বট-ঠাকুর' তার কলেজ-ডেরায়,
হাতেনাতে ধরায় ! সেদিন হাঁটল-
ক্যাম্পাসে, জুতোর মালা গলায়।
**********
ক্লিনিকে থাকত বড় বড় বয়াম!
তাতে ভর্তি রঙিন সব মিক্সচার,
যে কোন অসুখেই একই ডোজ!
শিশিতে দিতেন...কমপাউন্ডার।
*********
সাত সকালে, সকাল সাতটায়
ক্লাস ধরাটা ছিল খুবই চাপের
হুল্লোড় করে গভীর রাতের ঘুম!
উঠতেই...ভুলতাম নাম বাপের।
***********
পিতার মত ছিলেন সব শিক্ষক
অসীম ধৈর্যে শেখাতেন অজানা
কতো যে বাঁদরামি করতাম সব!
স্বল্প পরিসরে কুলাবেনা, বর্ণনা।
***********
লাগোয়া, বোটানিক্যাল গার্ডেনে -
বলতেই হবে রোমিওগিরির কথা!
ঘনঘন দলবেঁধে হিড়িকে যাওয়া!
ঘন-যৌবন-স্মৃতি...আনন্দ গাথা।
***********
অনেক কথা বলা, থাকলো বাকী
আর না বাড়িয়ে... টানলাম ইতি।
***********************
সুব্রত ভৌমিক  ১০১০২০২২  কোল-৭৫
'বিক্কলেজ'...বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ
'বট ঠাকুর'... পাচকদের মাথা।
************************