'আই-টি প্রফেশনাল'


অনেকেরই, জীবন হয় রাত্রি প্রধান,
স্নিগ্ধ সকালের অস্তিত্ব নেই সেখানে
ওরা, বেশীরভাগই 'আই-টি প্রফেশনাল'!!
সারারাত, কাজ করে চলে সমানে।


খদ্দের থাকে, পৃথিবীর উল্টো দিকে
তখন সেখানে দিনের আলো খেলে,
এখানে নিঝুম রাত্তিরে নিঃসঙ্গ বেচারা--
'অনলাইনে', তাকে কাজে খুশী করে চলে।


মনে কত 'স্বপ্ন' ! অন সাইট' পোস্টিং পেয়ে--
বিদেশে পাকাপাকি স্থিতু হবে সপরিবারে,
ধনী হয়ে করবে পরিজনের মনজয় !
কিন্তু.....
যতই খাটে, 'সুযোগ' সরে সরে যায় দূরে,
যেন কবির কল্পনার সেই 'খুড়োর কল',
অধিজনের থাকে ধরা-ছোঁয়ার বাইরে !


আশায় জল ঢেলে দিল অতিমারি,
সর্বদেশীয় উড়ান এখন প্রায় বন্ধ,
বিশ্বের প্রগতি পড়েছে মুখ থুবড়ে
চাকরি টিঁকিয়ে রাখাটাই ঝকমারি।


তার....'জাগরণে যায় বিভাররী',
পারিবারিক জীবনের হয় জলাঞ্জলি,
প্রেম পরশের আশায় দিনের পর দিন
শয্যায় গুমরে গুমরে মরে পিয়ারী।


ঊষালোকে পৃথিবী ধীরে ধীরে জাগে
প্রাণের স্পন্দনে নিঃস্তব্ধতা কাটে,
তখন আসে ঘুম, তার দুচোখ জরিয়ে...
রাতজাগা আই-টি কর্মী, পড়ে এলিয়ে।


সাক্ষাতে নেই বন্ধুবান্ধব, পাড়া-পড়শি,
এখন সিস্টেম, 'ওয়ার্ক ফ্রম হোম'...
জীবনকে করেছে বন্দী, অদৃশ্য তালা-চাবি।
************************
সুব্রত ভৌমিক ২৫/৭/'২১  কোল-৭৫
************************