'জানিনা'
(কবিতা)


না না না...
আর একদমই করা নয় দ্বিমনা !
অযথা, বেশি ভালো হওয়ার চেষ্টা--
সবার কাছে ! কক্ষনোই ভালো না।


সুন্দর ভাবে বলতে শেখা 'জানিনা'--  
খুব জরুরি, সুস্থ ভাবে বাঁচার জন্য,
সব ব্যাপারেই "হ্যাঁ" "হ্যাঁ" "হ্যাঁ" বল্লে !!
সুবিধাবাদীরা করে তাদের চালনা।


কর্মক্ষেত্রে হয়, কি দুর্বিসহ যন্ত্রণা !
দপ্তরের বস্ যদি হন 'সবজান্তা-মার্কা',
এমন কিচ্ছুই নেই, যা তিনি জানেন না !
ভাবটা জ্ঞানী-শ্রেষ্ঠ ...
না জানলেও, "জানিনা" কক্ষনো বলেন না !
সবার সহযোগিতায় কাজ সফল হলে--
সব 'ক্রীম', নিজে নিতে কিন্তু ভোলেন না !


তিনি, কাজের সঠিক দিশা পাল্টে দিয়ে--
মাঝে মাঝে কাজটাই করেন গুবলেট,
কিন্তু ব্যর্থতার ভাগিদারি হননা কিছুতেই !
উপরে বোঝান, অধঃস্তনেরা সব গবেট।


কথায় বলে...প্রকৃত জ্ঞানীরা জানেন--
তাঁরা কত কম জেনেছেন এ জীবনে,
তাঁরাই বলেন 'জানিনা' সময়ে সময়ে
এ কথা​ সর্বদা, সবাই রাখে যেন মনে !
***********************
সুব্রত ভৌমিক  ১০০৯২০২১  কোল-৭৫
***********************