# ' জন্মদিনে সত্যজিৎ রায়-২০২২' #
                   (কবিতা)


আজ...'"আহাঃ কি আনন্দ আকাশে বাতাসে" !!
কারন আজ থেকে, একশ এক বছর আগে -
এক মহান পুরুষ জন্মেছিলেন...ভারতবর্ষে !!


শুধুই ছিল না তাঁর দেবদত্ত চোখদু'টি অতি সুন্দর !!
সেই চোখে, সাধনায় এনে ছিলেন দৃষ্টিশক্তি প্রখর।


দেবতা গড়েছিলেন তাঁকে, করে দর্শনধারি ও গুণী
অহংকারে না ভেসে, হয়ে ছিলেন সবার হৃদয়-মণি।


বাঙালি তো ভুরি ভুরি আছেন দেশ-দুনিয়ায়,
ক'জন মনেপ্রাণে তাঁর মত খাঁটি বাঙালি হয় ??


সাহিত্যে, সঙ্গীতে, আর্টে, চলচ্চিত্রে...হয়ে মাস্টার
শুধু তিনি, বাংলা তথা দেশকে দিয়েছেন অহংকার।


সমকালীন লেখক হিসেবে তাঁর কথা বলতেই হয়,
ছোটগল্প, গোয়েন্দা কাহিনী -
বিভিন্ন ধরনের রম্যরচনায় তাঁর সমকক্ষ কেউ নয়।


ছিলেন অতি-সুদর্শন, স্মার্ট, অভিজাত...
লোভে পড়ে কোনদিনও হননি সিনেমায় হিরো,
অর্থাভাব সত্বেও, জিতে বিশ্বে 'অস্কার' পুরস্কার -
দরিদ্র দেশবাসীকে দিয়েছেন বার্তা..."তুমিও পার"।


এতক্ষন...
বলছিলাম শ্রদ্ধেয় ঁসত্যজিৎ রায়ের অমর কথা,
আজ দোসরা 'মে', কুড়িবাইশ সাল...
জন্মদিনে তাঁর শ্রীচরণে, রইল সহস্র প্রণাম ও শ্রদ্ধা।
********************************************
সুব্রত ভৌমিক  ০২-০৫-২০২২  কলিকাতা-৭৫
******************************************