***  ঝরা  ***
                   (কবিতা)
      
মন যদি আটকে থাকে অনেক দিকে
             তখন সে অ-সুন্দর,
যদি ঝরে যায় অবাঞ্ছিত সব আকাঙ্খা !
          হবে সে অনুপম সুন্দর।


বিশাল পাথরে লুকিয়ে থাকে...'সুন্দর' !
         ভাস্কর দ্যাখেন পরিস্কার,
কেটে কেটে ঝরিয়ে ঝরিয়ে পাথর কুচি
      তৈরি করেন অপূর্ব স্কাল্পচার।


ধন বানের ধন কেড়ে নেয় তার মনুষ্যত্ব
             করে রাখে তাকে অন্ধ,
যদি কোনদিন বৈরাগ্য পা রাখে জীবনে !
            মনের শত্রুতা হবে বন্ধ।


দুরন্ত বেগে কালবৈশাখী আসে প্রতিবার
                 ঝরে  বিবর্ণ পাতা,
ফিরে পায় সব গাছ আবার নূতন জীবন
                হয়ে ওঠে তরতাজা।


ঝরিয়ে অসততা...সৎ কে দিলে স্থান !
           লোকে বলবে বোকা,
কিন্তু, সেই অমর হয়ে থাকবে সবার মনে
           চালাকেরা খাবে ধোঁকা।
**********************************
সুব্রত ভৌমিক  ০১০৯২০২১  কোল-৭৫        **********************************