# 'কে-কে' স্মরণে' #
     (কবিতা)


সুরের দুনিয়ায়...
ছিলেন না তিনি, শুধুমাত্র এক "সুর-সৈনিক",
অসংখ্য হৃদয়ের ছিলেন অতি আপনজন !!
বন্ধুবৎসল-হাসিমুখের-আদর্শ এক পথিক।


কুড়ি-বাইশের .... মে'-মাসের শেষ দিনে
বাঁধ ভাঙ্গা ভিড়ে, জীবনের শেষ জলসায়
দুঃসহ পরিবেশে !!  গানের যাদুতে মাতিয়ে -
প্রাণ দিয়েছিলেন তিনি, এই কোলকাতায়।


ভালো নাম তাঁর ছিল 'কৃষ্ণকুমার কুন্নাথ'
আদরে, ছোট্ট করে ডাকত সবাই "কে-কে"।
প্রকৃত অর্থেই শিল্পী, গানই ছিল তাঁর জীবন
তাই...শেষ দম্ অব্দি করেছেন মনোরঞ্জন।
ছোট বড় সব শ্রোতারাই ছিল তাঁর ভগবান।


অজাতশত্রু ছিলেন সঙ্গীত শিল্পী..."কে-কে"
তবে, তাঁর সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন অনেকে।
জাত তুলে, এক নির্বোদ বলেছে তাঁকে কূকথা -
যা সমস্ত বাংলার....আজ অপরিসীম লজ্জা।


ভারতের প্রায় সব ভাষাতেই করেছেন গান
আনন্দে আত্মহারা হত সঙ্গীত প্রেমিদের প্রাণ।
তাঁর অসাধারণ কন্ঠে ছিল 'সরস্বতী'-র বাস
অসময়ে তাঁকে হারিয়ে, হল সঙ্গীতের সর্বনাশ।


তাঁর শেষ হিন্দি গানের রেশ, বাজে সর্বক্ষণ কানে...
.           "হাম রহে ইয়া না রহে কাল -
.            কাল ইয়াদ আয়েঙ্গে এ পল্"
বেঁধে সুরের বাঁধনে, কাঁদিয়ে চলে গেলেন অসীমে।


প্রার্থনা করি...
আপনি আজ যেখানেই থাকুন...শান্তিতে থাকুন,
অবুঝ যারা, আপনার মৃত্যু কে করেছে ত্বরান্বিত !!
অসীম নিজগুণে...দয়াকরে তাদের ক্ষমা করুন।
*****************************
সুব্রত ভৌমিক  ০৮-০৬-২০২২  কোল-৭৫
*****************************