# 'কবি নজরুল স্মরণ'-২০২২' #
           (কবিতা)


ক্ষুদ্র প্রয়াস আমার...বিশ্বের মহান কবিবর -
কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু কথা বলা,
তাঁর প্রতিভা বাংলা সাহিত্যে ছিল ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়,
রণতূর্য্য বাজিয়ে, কবিতার প্রথম শুরু পথচলা।


জীবন থেকে নেওয়া, তাঁর লেখায় ঝরেপড়ে
দেশ স্বাধীন করার কঠিন সংগ্রামের কথা,
অসীম দুঃখ-দুর্দশা-দারিদ্র মাথায় নিয়ে
চেয়েছিলেন শুধুই দেশমাতৃকার স্বাধীনতা।


জাত-পাতের উর্ধ্বে, ছিলেন তাজা মনের রাজা
চেয়ে ছিলেন মনেপ্রাণে হিন্দু-মুসলমান একতা,
কিন্তু...পেয়েছিলেন বিদ্রুপ আর তীব্র লাঞ্ছনা
যন্ত্রণায় অথর্ব হয়ে....অপূর্ণ থাকে তাঁর বাসনা।


সুসজ্জিত দালান-কোঠা ছিল না তাঁর বাসা
ছিলেন অতি দরিদ্র , মাটি থেকে উঠে আসা।
কোন ধাতু দিয়ে যে বিধাতা গড়ে ছিলেন তাঁকে !!
বিদ্রোহী হয়ে বহুবার জেল খেটেছেন, নির্বিবাদে।


হে দেশপ্রেমী মহান কবি....
দয়াকরে ক্ষমা করুন বিকেকহীনদের...নিজগুণে,
কুড়ি-বাইশ খ্রিস্টাব্দে, একশ-তেইশতম জন্মদিনে
রইল মম অন্তররের সহস্র প্রণাম...তব শ্রীচরণে।
****************************
সুব্রত ভৌমিক  ২৪শে 'মে' ২০২২  কোল-৭৫
****************************