.          # 'কাজী নজরুল ইসলাম স্মরণে' #
                        (কবিতা)


কবি-সাহিত্যিক-সুরকার-দেশপ্রেমী কাজী নজরুল
অযত্নে, অবহেলায়......যেন পাঁকে ফোটা পদ্মফুল।


হত-দরিদ্র....বাঙালি মুসলিম পরিবারের 'দুখু-মিয়া'
বিখ্যাত করলেন তাঁর অখ্যাত ভিটেমাটি, 'চুরুলিয়া'।


দুখী, শৃঙ্খলিত ভারত মাতার মুক্তিই যাঁর ছিল পণ !
তাঁর লেখনীই এনেছিল, বৃটিশ-বিদ্রোহী-বাতাবরণ।


ধূমকেতুর মত আছড়ে পড়ে তাঁর কবিতা "বিদ্রোহী"
বেসামাল হয়ে ভীত বৃটিশ-রাজ, করে তাঁকে বন্দী।


কারাগারের কূপে কেটেছে জীবনের সোনালি মুহূর্ত
তিক্ত দুঃখকে নিংড়ে সৃষ্টি করেছেন...অমর সাহিত্য।


নবীন কবি, প্রবীণ রবীন্দ্রনাথ কে ডাকতেন 'গুরুজী'
রাবীন্দ্রিক না হয়েও, তাঁদের ভালবাসায় ছিল মাধুরী।


জাত বা লিঙ্গ ভেদের বিপক্ষে ছিল তাঁর দৃঢ়-অবস্থান
সাম্যবাদী....কাজী নজরুল ইসলাম তাই চির-মহান্।


যৌবনে, তাঁর হটাৎ কঠিন অসুস্থতার কারণ অজানা
মূলে বোধহয় ইংরেজ কারগারে অত্যাচার....যন্ত্রণা।


বৃটেনে, ডাক্তাররা করেনি দরিদ্র কবিকে 'ফি' রেয়াত
অথচ শতশত বছর....ভারত লুট করেছে বৃটিশ-রাজ।


ইউরোপের অন্যান্য দেশে কবি পেয়েছিলেন সম্বর্ধনা
সামান্য 'ফি'-তে হয়েছিল চিকিৎসা... দরকার জানা।


প্রারম্ভিক স্তরে পর্যাপ্ত চিকিৎসা হয়নি...দশটি বছর!
ততদিনে স্নায়ু-রোগ কেড়ে নেয় তাঁর লেখনীর কদর।


অকালে, আমরা হারিয়ে ফেলেছি কবিকে চিরতরে
আজ ১১ই জ্যৈষ্ঠ, জন্মদিনে তাঁকে প্রণমি শ্রদ্ধাভরে।


*******************************
সুব্রত ভৌমিক  ২৬০৫২০২৩ (১১ই জ্যৈষ্ঠ) কোল-৭৫
********************************