# 'খেলা-খেলা' #
    ( কবিতা )


বেবাক-জীবনটাই, 'খেলা-খেলা'
যেন...লম্বা এক 'ভিড়িয়ো গেম' !!
ধেয়ে আসে...অজস্র 'প্রবলেম'
শুধু পাশ কাটিয়ে-কাটিয়ে চলা
না হলে !!...
'ফাইট' করে সব বাধা কেটে-ফেলা।


শৈশব-কৈশোর-এ নিশ্চিন্ত জীবন
শুধুই আনন্দে ভরা থাকে সর্বক্ষণ
বিপদ মুক্ত রাখেন...সব গুরুজন !!


যৌবনে, বুদ্ধিবলে ঝুঁকি এড়িয়ে যাওয়া
অন্যথায় !!...
ঝাঁপিয়ে কঠিন যুদ্ধে !...বাঁচা-বা-মরা
জয়ী হলে !! সাফল্য  উপভোগ করা।


'বয়স-কাল'...জীবনের শেষ 'ওভার'
অশক্ত শরীরে 'ক্রিজে' থাকাই সমস্যার
'আউট' হয়ে ফিরতেই যে হবে...
কারন !! তাঁর হাতেই তো সব 'পাওয়ার'।


আনন্দধারা বয়ে যাক্--
সবার ! সবার এই 'টেম্পোরারি' জীবনে
সুরে-সুরে, গানে-গানে...
'পার্মানেন্ট' বলে !! কিচ্ছুটি নেই এখানে।
*****************************
সুব্রত ভৌমিক ২১০৬২০২০ কোল-৭৫
*****************************