# 'কোন প্রশ্ন নয়' #
   (কবিতা)


এখন পৃথিবী কি আরো সমৃদ্ধির পথে ?
নাকি স্তব্ধ সব  অগ্ৰগতির পথচলা ?
এ প্রশ্ন যদি কেউ করে, তাকে কিছু
আত্মকেন্দ্রিক সুখী মানুষ ধমকে বলবে        
মন্দগ্রাহী !! হামবড়া-বেসুরো-পাগলা !!


মানুষ এখন নানান কারনে দুঃখী...
ধর্মের নামে দুনিয়া জুড়ে লোকজন -
ভিটেমাটি ছাড়া হচ্ছে কাতারে কাতারে,
মরছে  সতত লাখে লাখে অতিমারিতে,
গৃহহীন বহুজন !! ঝড়-ঝঞ্ঝা-বন্যাতে,
কেন মানুষের এত কষ্ট, দুুঃখ-বেদনা ?
যদি উন্নয়নে উন্নততর হচ্ছে চেতনা ?


কিছু মানুষ, পৃথিবীতে খুব খুব সুখী,
চোখে পড়েনা তাদের পৃথিবী জুড়ে
সমস্যায় জর্জরিত মানুষের দুর্গতি।
সামরিক শক্তি, মহাকাশ যান ইত্যাদি
উন্নততর হচ্ছে মানতেই হবে...
এ সবে, গরীবের কি সব দুঃখ ঘুচবে ?


মরুঝড়ে নিজেকে বাঁচাতে...
উট দেখে না ভয়ংকর ঝড়ের তান্ডব,
বসে, মাথা গুঁজে থাকে বালিয়াড়িতে...
সেই রকম, পথিবী জুড়ে অশান্তিতে
উদাসীন লোকেরা থাকে চোখ বন্ধ করে
নিজেদের নিয়েই থাকে পরম সুখেতে।


বিষপানে বাধ্য হয়েছিলেন সক্রেটিস--
প্রাচীন কালে, শুধু প্রশ্ন করার অপরাধে !!
"সেই ট্রাড়িশন সমানে চলেছে"...
এখোনো ! সমালোচকের স্থান হয় গরাদে।


যতই আমরা নিজেদের উন্নত ভাবি
যতই আত্মসুখে তৃপ্ত থাকি না কেন
আসলে, আমরা নিজেরাই অপরাধী।
**********************************
সুব্রত ভৌমিক  ৩০০১২০২২ কোল-৭৫
***********************************