# 'লতাজী স্মরণে' #
    (কবিতা)


সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
চলে গেলেন না-ফেরার দেশে,
চিরকাল তিনি থাকবেন সগৌরবে
ছোট বড় সবার মন-মন্দিরে বসে।


বহু ভাষায় গান রেখে গেলেন তিনি
ছোট্ট থেকে অনেকেই আজ পরিণত,
দুঃখ-সুখে, অজস্র সুন্দর গানের রেশ
যুগিয়েছে সবার মনের শক্তি, অবিরত।


সবার আদরের লতাজীর মহাপ্রয়াণ
সৃষ্টি করল সঙ্গীতে, অপূরণীয় শূন্যস্থান !!
সঙ্গীতের সরস্বতীকে জানাই শেষ সেলাম
অশ্রুসিক্ত নয়নে, তাঁকে চিরবিদায় দিলাম।


মায়া কাটিয়ে, তিনি মিশেছেন অনন্তে
উড়ছে আকাশে-বাতাসে তাঁর 'খাক' !!
নিজের গানেই তিনি হয়ে থাকবেন অমর
তাঁর শ্রীচরণে, আমার সহস্র প্রণাম যাক।
************************
সুব্রত ভৌমিক  ০৭০২২০২২  কোল-৭৫
************************