# 'মানবিক ডাকাত' #


কুড়িবাইশের সাতই এপ্রিল
চব্বিশ পরগনায় মাঝ রাতে -
পড়ল ডাকাত !! 'বেতবেড়িয়ায়',
লুটলো ক্যাশ-সোনা, ভদ্রভাবে !!


আতঙ্কে গৃহস্বামী হলেন অসুস্থ,
প্রাণ প্রায় যাওয়ার অবস্থা হোল !!
ডাকাতেরা করল তাকে শুশ্রূষা !!
সুস্থ করে, সব ভোরে পালালো।


দেয়নি কোন শারীরিক যন্ত্রণা,
করেছে আর্থিক ক্ষতি কর্তার !!
তবুও...সব ভদ্র ডাকাতদের -
গুনে মুগ্ধ, তার সকল পরিবার।


প্রমাণ করল প্রথম এই ঘটনা
যুবকদের বানিয়েছে ডাকাত !!
বেকারত্বের তীব্র জ্বালা, বেদনা।


অমানবিক, বর্বর চোর-ডাকাত
আছে এই সমাজে ভুরিভুরি,
মুখ ঢাকা সব !! মুখোসের আড়ালে
সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠিত তারা
ধনী ও তথাকথিত জ্ঞানী বলে।
**********************
সুব্রত ভৌমিক  ০৯০৪২০২২ কোল-৭৫
**********************