.        # 'মাস্টারদা স্মরণে'#
                 (কবিতা)


দাদার মত মাস্টার, ছড়িয়ে আছেন শত শত
কিন্তু, একশ উনত্রিশ বছর পেরিয়ে এখনো
"মাস্টারদা" নামে, একজনই সবার পরিচিত।


একটাই স্বপ্ন ছিল তাঁর...বন্দী দেশের মুক্তি
পারেননি প্রাণ বিসর্জনেও করতে স্বপ্নপূরণ
চট্টগ্রামের "কালু" নামের সেই কালো যুবকটি।


প্রকৃত অর্থেই করে ছিলেন মাস্টারের কাজ,
উদবুদ্ধ করে গেছেন পরাধীন ভারতবর্ষের-
তরুণ দলকে...উৎখাত করতে বৃটিশরাজ।


বলছি অমর শহীদ সূর্য কুমার সেনের কথা
কতটুকু সন্মান আমরা সবাই দিলাম তাঁকে?
ক'জন মনে রাখে তাঁর অসীম সাহসের গাথা।


আজ বাইশে মার্চ...দুহাজার তেইশ খৃষ্টাব্দ
এই মহাপুরুষের একশো ত্রিশতম জন্মদিন
তাঁর শ্রীচরণে রইল আমার প্রনাম শত শত।


**************************
সুব্রত ভৌমিক  ২২০৩২০২৩  কোল-৭৫
**************************