# 'মোহভঙ্গ​-আমার" #
             (কবিতা)


জীবনে প্রথম মোহভঙ্গ হল আমার
যখন পাশ করে হলাম ইন্জিনিয়ার,
সরকারি ট্রেনিংএর সামান্য মাইনেতে
বাধ্য হয়ে হলাম...আধা বেকার।


দ্বিতীয় মোহভঙ্গ ওই অফিসের ট্রেনিংএ।
সময় মত দশটায় যাই অফিস রোজ...
একদিন, অফিস বস্ দিলেন ডেকে ওর্ডার
"সঠিক দশটায় অফিসে অসা যাবে না" !!
প্রতিদিন যেন যাই...বেলা বারটার পর
সরকারি অফিসের, এটাই নাকি কালচার।
হচ্ছিলাম নাকি অন্যের অসুবিধার কারন !!
করিনি সেই সুখের চাকরি...যাইনি আর।


তৃতীয় মোহভঙ্গ সর্বজনীন.....
বুঝলাম বিয়ের কিছুদিন পর
ভালোবাসার ফাঁদে ধরা পড়ে--
হ্যাঁ-তে-হ্যাঁ মেলাতেই জীবন জেরবার !!


তাছাড়াও......
মোহ আমার ভঙ্গ করেছে বারবার--
অজানা জীবন পথের অলিগলি,
'কুচ পরোয়া নেহি'.....
এ নিয়েই বেশ আছি !!...হাসি-খেলি।
*********************************
সুব্রত ভৌমিক  ২৬০২২০২১ ১৪১২২০২১  কোল-৭৫
*********************************