#  'মৃত-বাবা দেখা' #
      (কবিতা)


বাবা ছিলেন...তার খুব খুব প্রিয়
তার জীবনে দেখা বেস্ট হিরো।
কাঁদিয়ে, বাবা ছেড়েছেন ইহলোক সবে
তাই, মনের দুঃখটাও রয়েছে দগদগে।

'পুরোভোটে' গেছে দিতে সে ভোট,
অফিস ঘরে ঢুকে সে তো হতবাক !!
তার ঁবাবা, আগেই দিয়ে গেছেন ভোট !!
প্রশ্নের উত্তরে বললেন বড় অফিসার--
"আপনার দুজন আগেই ছিলেন তিনি,
বাইরে খুঁজলে পেয়ে যাবেন এক্ষুনি" !!


তবে কি ভোটের সময়--
পিতৃলোক থেকে ভোট দিতে আসেন পিতারা ??
নিশ্চয়ই, সব ইলেশনে আসবেন তেনারা পরপর,
তবে কেন আর করা--
ঘটা করে পিতৃ-তর্পণ মহালয়ার ভোরে, ফি-বছর !!


পরের ভোটে ভেবে রেখেছ সে...
সকাল থেকে থাকবে দাঁড়িয়ে বুথের বাইরে
সবিনয়ে বলে রাখবে পোলিং অফিসারকে
ঁবাবা এলেই তাকে, জোরে যেন দেন ডেকে
তাহলে অবশ্যই...
ভীষণ কৃতজ্ঞতায় চিরকাল মনে রাখবে তাকে।
***************************************
ঋণ স্বীকার......
আনন্দ বাজার পত্রিকার সংবাদ (২০-১২-২০২১) ভিত্তি
করে ও সাথে কল্পনা মিশিয়ে একটু মজা করার জন্য
লেখা। অন্য কোন উদ্দেশ্যে নয়।
কোলকাতার যাদবপুরের এক বুথের ঘটনা। ছেলে
১৯-১২-২০২১ তারিখে পুরসভার ভোট দিতে গিয়ে
দেখেন তার সদ্যমৃত বাবা আগে ভোট দিয়ে গেছেন।
*********************************************
সুব্রত ভৌমিক  ২১-১২-২০২১  কোলকাতা-৭৫
*********************************************