# 'না' #
(কবিতা)


ডুবছে প্রতিনিয়ত, জণগণের সব ভালো
         মান-সন্মান-ভাষা,
দুর্নীতিতে ভরে গেছে আসমুদ্র হিমাচল
          কৌশলী ক্ষমতায় বসা।
তথাকথিত বুদ্ধিজীবীর, মরণ কালেও
          পাওয়ার কত আশা !!


বিপুল জনতার হাবভাব দেখে মনে হয়
            সয়ে গেছে সব,
অর্থহীন, বর্তমান মনুষ্যত্বহীন মানব প্রাণ !!
           মৃত্যুর আগেই 'শব'।


'না' বলে...দুর্নীতি-কে না দিলে সব প্রশ্রয় !!
            বিশ্বশ্রেষ্ঠ হত এ দেশ,
ঋষি-বিজ্ঞানী-জ্ঞানীর এ পূণ্যভূমির কাছে
             হারতো বিদেশ।
              
চাই আর চাই, থাকবে সে নিজে রসে-বসে
               কিচ্ছুটি দেবেনা,
মানুষ কতটুকু চায় ছোট্ট জীবনে !! বোধহয়--
              নিজেই জানেনা।
কারন...ছোটবেলায় এখন তাকে আর কেউ  
             'না' বলতে শেখায় না।
সব সীমা ছাড়ার আগে, "না" বলা খুব জরুরি
             নইলে, শান্তি থাকেনা।
***************************
সুব্রত ভৌমিক  ১৫-০৭-২০২২  কোল-৭৫
***************************