# 'নেতাজী স্মরণে-২০২২' #
   (কবিতা)


সংগ্রাম হীন ফিকে জীবন ছিল না তাঁর পছন্দ
পরাধীন ভারতবর্ষ কে স্বাধীন করাই ছিল ব্রত
ত্যাগ করেছিলেন জীবনের সব আকাঙ্খা, সুখ
উচ্চশিক্ষিত হয়েও করেননি ইংরেজদের দাসত্ব।


কৈশোর থেকেই শাসকের বিরুদ্ধে মাথা উচুঁকরে-
সাহেবদের অন্যায় আচরণের করেছেন প্রতিবাদ !!
অধিকাংশ জনতার মত নিজেকে হীনবল ভাবেননি
দিয়েছেন প্রথম...আংশিক স্বাধীন ভারতের স্বাদ।


আজ ভারতের মানুষের মনে প্রায় বিস্মৃত নেতাজী !!
কিন্তু তাঁর জন্মদিন পালন হয় সর্বত্র মহা আড়ম্বরে,
হয় কোথাও কোথাও তাকে নিয়ে কিছু স্মৃতিচারণা
সারা বছরে ব্যাস ঐ পর্যন্তই...
এই শ্রেষ্ঠ বিপ্লবী বীর অনুপস্থিত, প্রায় সবার অন্তরে।


আজকে...কুড়ি বাইশ সালের তেইশে জানুয়ারির-
"পরাক্রম দিবস", তাঁর একশ ছাব্বিশতম জন্মদিন,
হে মহামানব, নিও আমার বিনীত সশ্রদ্ধ সহস্র প্রণাম।
কয়েক যুগ আগে দেখেছিলাম তাঁকে ঘিরে উন্মাদনা,
চেয়েছিল স্বাধীন দেশ তাঁর নেতৃত্ব...কিন্তু বিধি বাম।
দুর্ভাগ্য ভারতবাসীর...
তিনি থাকলে, হয়তো আমরা উন্নত ভারত দেখতাম।
******************************
সুব্রত ভৌমিক  ২৩/০১/২০২২  কোলকাতা-৭৫
******************************