#  ওরা-শান্তিবাদী #
         (কবিতা)


ওরা, নূতন প্রজন্ম ...
বয়েস মোটামুটি, উনিশ থেকে ত্রিশ,
প্রায় সবাই.....
শুধু নিজেকে ছাড়া, সবারে করে কুর্নিশ !


ওরা মানেনা ধর্ম, শোনেনা কিচ্ছু ,
সবেতেই হামবড়া ভাব...
বলে টাকাই সব, বাকি সব ফালতু !


ওরা দেখেছে বিশ্বের বৈভব..."নেটে",
দেখেছে প্রায় সর্বত্র, অসততার রমরমা...
শেখে কি করে ধনী হতে হয়, না খেটে !


ওরা প্রতিজ্ঞ, ফেরাবে সব সাহেবিয়ানা
দেশী কালচার, আর যে চলেনা...
ভুলবে,অতীতের বর্বরোচিত সব লাঞ্ছনা !
ওরা চেষ্টা করে দ্রুত ভুলতে মাতৃভাষা,
ইংরেজি বুলি শিরোধার্য....
স্যুট-বুট-টাই পরে, হবে বিদেশী ঘেঁষা !


ওরা কক্ষোনো করেনা কোন বিদ্রোহ
স্বার্থের বাইরে যায়ই না ...
ঘটে যত অন্যায় অনিয়ম...করে সহ্য !


ওরা সব শান্তিবাদী...
একবিংশ শতাব্দীর 'জাহান্নমের আগুনে' ঝলসেও--
অবিরাম করে আরাধনা...শুধুই লক্ষ্মীর !
**********************************
সুব্রত ভৌমিক  ১৫-০৭-২০২১  কোল-৭৫
**********************************