# '১লা বৈশাখ-১৪২৯' #


বছর ঘুরে নববর্ষে ....
আবার এসেছে বোশেখ মাস
শুকনো ঝরা পাতা মাড়িয়ে
নবপল্লবের আশার বাণী নিয়ে।


চৈত্রের রুক্ষসূক্ষ প্রকৃতির বুকে
ফের ফুটবে "শ্যামলিমা ছায়া ছবি",
ফল বাগানে সুরু হবে হুটোপুটি
আমের ঝুড়ি নিয়ে, আবার ছোটাছুটি !!


নামবে চাষা নিরস মাঠে লাঙ্গল কাঁধে,
জোয়াল-বলদ সঙ্গে নিয়ে তপ্ত রোদে-
চষবে জমি আদ্যপ্রান্ত, অপার স্নেহে।


হবে সিক্ত মাটি, কালবৈশাখীর সিঞ্চনে
উঠবে ভরে ক্ষেত, নূতন নূতন ফসলে
মজবে গ্রাম-শহর !! আম-কাঁঠালের ঘ্রাণে।


আবালবৃদ্ধবনিতা, এসো এসো সবে
অতিমারি দিনের বেদনা-যন্ত্রণা অন্তে
নবহর্ষে...সবাই বরণ করি আদরে নববর্ষ
উৎসবে-মেলায় !! নব নব সৃষ্টির আনন্দে।
****************************
সুব্রত ভৌমিক  ১৫০৪২০২২  কোল-৭৫ নববর্ষ
****************************