# 'পিতৃদিবস কথা' #
       (কবিতা)


প্রশ্ন জাগে...উনিশ জুন "পিতৃদিবস"-
শুধুমাত্র কি মানুষ প্রজাতির জন্য ??
নাকি অনান্য প্রাণী ও পাবে প্রাধান্য।


যদি সমস্ত প্রাণী দের নিয়ে কথা হয়
তবে "বাবা" সবার জন্য সমান নয় !!
প্রকৃতিতে দেখি.....
প্রায় সব "বাবা" জন্ম দিয়েই খালাস,
কঠিন দায়িত্বে "মা" বাঁচায় পরিবার
উল্টে "বাবা" ডেকে আনে সর্বনাশ।
উদাহরণস্বরূপ বলি...
গহীন অরন্যে সিংহ যখন "বাবা" হয়
সিংহী সন্তান নিয়ে অজ্ঞাত বাসে যায়।
তবে....
অন্য শ্রেণীতে, দায়িত্বশীল পিতাও হয়।


প্রকৃতির অঙ্গনে, মানুষ এক শ্রেনী প্রাণী
তবে, তাঁর দয়াতে একটু অন্য রকমের...
অধিকাংশ বিবেকের দংশনে হয় সংযমী
আর কিছু হয় সিংহের মত স্বার্থপর জংলী।
তাই ....
মানুষের জন্য হোক এই পিতৃদিবস পর্ব -
প্রতিদিন !! সেই সৎ, ভালো পিতার জন্য
যাকে নিয়ে সন্তান করতে পারবে গর্ব।


এ একান্ত আমার জীবন দর্শনের কথা
ভুল ভেবে থাকলে...করে দেবেন ক্ষমা।
***********************
সুব্রত ভৌমিক ১৯০৬২০২২ কোল-৭৫
************************