# 'প্রেমের উল্টোকথা' #
    (কবিতা)


যে যা বলে বলুক ! তবু শোনাতে চাই
প্রেমে পড়তে আমি ভয় পেয়েছি ভাই।
দেখে, সাহস না পেয়ে পিছিয়ে গেছি
লড়াই করে, জীবনে দাঁড়াতে চেয়েছি।


গঞ্জে দেখেছি সেই ছোট্ট বেলা থেকে...
বহু প্রেম পাগলদের অসহায় অবস্থা !!
সজন-ধন-সম্পদ সব গেছে, মান গেছে
ব্যর্থ প্রেমে সেই লোকের কি করুণ দশা !!


কলেজে দুজন আমার স্কুলের বন্ধু,
অতি দুঃখের কথা, কি বলব আর...
প্রেমের জোয়ারে ভেসে, পাল্টে গেল !!
ছাড়ল কলেজ, হয়ে 'সি-এন-আর' !!


প্রেমে শুধুই পড়া ! ওঠা কি যায় না !!
প্রেমে পড়ে পাগল হয়ে পরে পস্তায়নি
এ রকম মানুষ...অনেকেই দেখেনি।


বেশির ভাগ মানুষ পেয়ে থাকে জীবনে-
মনের মতন, একদম ফিট 'ভ্যালেনটাইন',
জেনে, যাচাই করে, সব অবস্থা বুঝেশুনে
সাচ্চা প্রেম আসে হয়তোবাঃ শেষ জীবনে !!
তারও স্থীরতা থাকে না সব সময়, সর্বজনে।
************************************
সুব্রত ভৌমিক ১৪০২২০২২ কোল-৭৫
'ভ্যালেন্টাইন ডে'-২০২২
'সি-এন-আর' →'Can Not Repeat'
************************************