# 'পুরুলিয়া ভ্রমণ- ২০২২' #
         (কবিতা)


কোঁ-কর কোঁ , কোঁ-কর কোঁ, কোঁ-কর কোঁ
মোরগের তীব্র ডাকে, ভোরে ছাড়লাম বিছানা,
কাল এসেছি বেড়াতে, মার্চের শেষে পুরুলিয়া
প্রায় সবাই সিনিয়র !! সপরিবারে উনিশ জনা।


পলাশ ফুলের রংএ চতুর্দিকে বনানী রক্তিম
রামচন্দ্রপুরের ড্যামে সূর্যাস্ত ভোলবার নয় !!
পলাশের মালা গলায় পরে সান্ধভ্রমণের সময়-
সবার বয়স হটাৎ ফিরল, ফেলে আসা বেলায়।


হোটেলের মুক্তাঙ্গনে, রাতে আগুন জ্বালিয়ে
ঢোল-করতাল-বেহালা বাজনার ছন্দে ও সুরে
অপূর্ব আদিবাসী গান ও নৃত্যের তালে তালে
ফিরে এল যৌবন, প্রায় সবার 'বেতো' শরীরে।


দ্বিতীয় দিনে...
বরন্তী পাহাড়ের কোল ছেড়ে সকাল সকাল
তিন 'সুমো' গাড়ি ভর্তি করে সব পড়লাম বেড়িয়ে
অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড় ঘোরার উদ্দেশ্যে,
রাতে ফিরে আসি সবাই, বুকভরা সন্তুষ্টি নিয়ে।


ক্লান্তি মেনেছে হার সব সদস্য-সদস্যার কাছে !!
আজ তৃতীয় দিনে সকালে বের হলাম সদলে...
কল্যাণেশ্বরী মন্দিরে পূজো দিয়ে মাইথন ড্যাম হয়ে
গড়পঞ্চকোটে লাঞ্চ সেরে স্টেশনে পৌঁছেছি বিকেলে।


লাঞ্চের আয়োজনে হল এক অনন্য অভিজ্ঞতা,
দেশি মুরগি ফরমায়েশে ছোট্ট দোকানে হল রান্না
নীল আকাশ ও গাছের ছায়ার সুন্দর পরিবেশে
টেবিল চেয়ারে বসে সুস্বাদু ব্যাঞ্জনে, হল তৃপ্ত রসনা।


বিকেলের ট্রেন ধরতে হোল বিপত্তি স্টেশন চত্ত্বরে,
ট্রেনের দু-মিনিটের 'হল্টে', ছিটকে গেলাম আমরা-
সঠিক কম্পার্টমেন্টে, 'রিজার্ভ সিটে বসতে না পেরে,
তবে মঙ্গল ময়ের দয়ায়, নির্বিঘ্নেই ফিরলাম সব ঘরে।
*********************************************
সুব্রত ভৌমিক  ২৯ মার্চ ২০২২  কোলকাতা-৭৫
*********************************************