# 'রক্ষক-ভক্ষক' #
   (কবিতা)


দেশে, দশের মনে বড়ই অস্বস্তি
পদস্থ-অসৎ কেন পায়না শাস্তি ?


কদাচিৎ, যদিও হন দোষী সাব্যস্ত
ততদিনে সমাজের ক্ষতি হয়, মস্ত।


তারা, সাধুর মুখোস মুখে সেঁটে
হন আমীর !! অসংখ্য গরীব লুটে।


জন্মসূত্রে নেতা, মধ্য-বা-নিম্মবিত্ত
পলকে ধনী !! ছাড়ান রাজার অর্থ।


করেন তারা...অসংখ্য বাড়ি-গাড়ি
জীবনে বয়ে আনেন, খারাপ নারী।


উচ্ছন্নে যায় তাদের সুখের সংসার
মায়া-জালে পড়ে, করেন অবিচার।


ভাবেন তারা...
এ সুখ চিরস্থায়ী ! থাকবে অটুট ঘরে
কিন্তু..."ধর্মের-কল" বাতাসে যে নড়ে !!


জোর প্রতিঘাত ! সময়ে আসছে তেড়ে    
'রক্ষক-ভক্ষক' সবাই....যাবেন শ্রীঘরে।


'জজ' সাহেবকে....আন্তরিক ধন্যবাদ
শয়তানদের করছেন তিনি কুপোকাৎ।


************************
সুব্রত ভৌমিক  ২৪০৭২০২২  কোল-৭৫
*************************