.     # 'সব ঝুট হ্যাঁয়' #
            (কবিতা)  
              
মিথ্যে তো আমাদের পৃথিবীটাই!
থেকে-দেখে মনে হয়,অবিনশ্বর
কিন্ত সত্য এটাই ....
আজ আছে, হয়তোবা কাল নেই।


কালো আকাশে রাতে দেখা মেলে
দলে দলে তারারা মিটি মিটি জ্বলে,
তাদের নিয়ে যুগ যুগ ধরে মানুষ
কতই না গাথা গেঁথেছে মনে মনে!
কোনদিন সেও খসে যাবে গগনে।


অবিশ্বাস্য  অনন্ত মহাবিশ্বের মাঝে
সত্যি কি এই পৃথিবী, সেখানে আছে ?
ক্ষুদ্রাতিক্ষুদ্র আমাদের গ্ৰহের  অস্তিত্ব !
তারই মাঝে, রসেবসে দু'দিনের মানুষ-
গর্বিত খুব ! নিয়ে নিজের ঝুটা আমিত্ব!
ভুলে যায়...:জীবন' ঝুটা-ঝটিকা সফর
উদ্দেশ্য ভুলে হয়ে যায় ঘৃণ্য, স্বার্থপর।


চারদিকে শুধু মিথ্যার জয়জয়াকার
সব নেতা-মন্ত্রীর অসত্য আশ্বাস বাণী-
আর কতদিন ! শুনে যাবে সবাই শুনি ?
প্রায় পুরো সমাজ মুখোশের আড়ালে
প্রায় সব ভালো হারিয়ে গেছে আজ
'ঝুটা'র রাজত্বে সবই যাবে রসাতলে।


ওহে প্রায় সব মানুষ...
"শ্রেয়া" ছেড়ে "প্রেয়া" পথের পথিক !
কোন দিন কি পাবে খুঁজে পাবে আবার-
সোনালী দিনের হারানো রাস্তা, সঠিক?
************************
ভৌমিক ০১১২২০২২ কোলকাতা-৭৫
'শ্রেয়া' ও 'প্রেয়া'...কঠোউপনিষদ কথা।
************************