# 'সভ্যতার গতি' #
    (কবিতা)


যুগে যুগে......
মানব সভ্যতা সারা বিশ্বে
এগিয়েছে উন্নতির পথে।


কখনো গেছে ধর্মের যুগ
কখনো গেছে দর্শনের যুগ
কখনো গেছে সাহিত্যের যুগ
কখনো গেছে বিজ্ঞানের যুগ।


কিন্তু, বর্তমানে কোন পথে সে ?
তার অবস্থান কোথায় ?
উন্নতি না অবনতির সড়কে?


গুটি কয়েক হাতে গোন ছাড়া...
যুগান্তকারী চমকানো মেধার--
বিশ্বজুড়ে বড়ই আকাল এখন,
কিন্তু কেন ? কি কারন তার ?
এ প্রশ্নের উত্তর পাওয়া ভার।


তবে কি মানব সভ্যতা....
সর্বোচ্চ উন্নতির শিখর পেরিয়ে--
উতরাইয়ের পথের পথিক !!


ভবিষ্যতই বলবে...অবতরণ শেষে--
ধরবে কিনা সে, ফের চড়াই এর পথ,
নাকি...ধসে যাবে মানুষের সভ্যতা !!
থামে যাবে তার সাধের বিজয়-রথ !!


মনেহয় বিশ্বজুড়ে....
এখন চলছে 'সপ্পিং'-এর যুগ,
মানুষ দিনরাত করে চলেছে ক্রয় !!
ভীষন ব্যস্ত সে এ নিয়ে....
অবজ্ঞা করছে তার, মেধার অবক্ষয়।
************************
সুব্রত ভৌমিক  ৩০-০৯-'২১  কোল-৭৫
                        শুরু- ২৬০২২০২১
************************