# 'সমুখপানে' #
(কবিতা)


সমুখে প্রায় শুকনো বাগান
দেখি, ঝরা পাতার মেলা....
চলে গেছে বহু প্রিয়জন
সাঙ্গ করে ভবের খেলা।


মন বোঝে এটাই ভবিতব্য
কিন্তু নয়ন যে মানে না !!
কূল ছাপিয়ে বন্যা নামে
মুছেও কেন থামান যায় না !!


কেন জানিনা ভবে শুধুই আসা ?
মায়ার সাগরে কেবলই ভাসা ?
এ সবই তাঁর খেলা...
বোঝে সবাই, জীবনের শেষ বেলা।


প্রায় রোজই পাই শোকের 'শক্'
পরিনত বয়সে তা হৃদয় বিদারী !!
তবুও থাকতে হবে বেঁচে ততদিন
যতদিন না মনমাঝি থামায় জীবন তরী।
***********************
সুব্রত ভৌমিক  ২১০১২০২২ কোল-৭৫
আজ চলে গেল প্রিয় বন্ধু..."দেবু"।
***********************