# 'সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণে' #
    (কবিতা)


তাঁর...জীবনের চলার পথটা শেষ হল
কুড়িবাইশ সালের এক ফাগুন সন্ধ্যায়,
এ পথ চলা শেষ না হলে কেমন হত ??
গানে তাঁর এ প্রশ্ন--
চিরকাল ভাসবে...আকাশ-বাতাসময়।


ইচ্ছে ছিল তাঁর দেখতে পৃথিবীটাকে
স্বপ্নে দেখা এক অতি সুন্দর দেশের মত...
মানুষ দিয়েছে তাঁকে হৃদয়...অফুরন্ত !!
কিন্তু,যথা সময়ে পাননি স্বীকৃতি যথাযথ।


চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
না ফেরার দেশে নিয়ে বুক ভরা অভিমান,
মৃত্যুকালে অসীম অভিমানে ফেরালেন
ওনার যোগ্যতার নীচের উপাধি প্রদান।


তাঁর কন্ঠে ছিল সরস্বতী দেবীর আবাস...
নিজের অক্লান্ত পরিশ্রমে হয়েছিলেন জয়ী,
স্বভাবগুণে সবার মন করেছিলেন জয়
শ্রীচরণে তাঁর, রইল আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
*****************************************
সুব্রত ভৌমিক  ১৮-০২-২০২২  কোল-৭৫
        তাঁর  মৃত্যু দিবস (১৫-০২-২০২২)
*****************************************