# 'সত্যজিৎ রায় স্মরণে-২০২২' #
                   (কবিতা)


সুন্দর, সুস্থ চোখ তো থাকে প্রায় সবার
কিন্তু প্রখর দৃষ্টি শক্তি থাকে ক'জনার ??


বাংলায়, দর্শনধারি পুরুষের তো ছড়াছড়ি
আমরা ক'জনকে ভালোবাসি, 'গুণ বিচারি' ??


বাঙালি তো অনেক আছেন দেশ-দুনিয়ায়
কিন্তু ক'জন মনে প্রাণে খাঁটি বাঙালি হয় ??


সাহিত্যে, সঙ্গীতে, আর্টে, চলচ্চিত্রে হয়ে মাস্টার
একজন, বাংলা তথা দেশকে দিয়েছেন অহংকার।


সুদর্শন, স্মার্ট, অভিজাত...হননি সিনেমায় হিরো,
অর্থাভাব সত্বেও, জিতে বিশ্বে 'অস্কার' পুরস্কার -
গরীব ভারতবাসীকে দিয়েছেন বার্তা..."তুমিও পার"।


নিশ্চয়ই বুঝেছেন, এতক্ষন বলছি কার কথা !!
তিনি সত্যজিৎ রায়, তেইশে এপ্রিল  মৃত্যুবার্ষিকীতে -
তাঁর শ্রীচরণে রইল বিলম্বিত, সহস্র প্রণাম ও শ্রদ্ধা।
**********************************************
সুব্রত ভৌমিক  ২৪০৪২০২২  কলিকাতা-৭৫
*********************************************