# 'সে আসছে' #
   (কবিতা)      
      
এখন একটু দূরে...তবে আসছে, বুক কাঁপছে
যেমন মাটি মৃদু কাঁপে, দূরের ভূমিকম্পে !!


জীবনে মূল্যবোধের সঞ্চয় তার বিস্তর...
বাড়তি ধন সঞ্চয়ের ইচ্ছা ! হার মেনেছে বরাবর
কালের প্রভাবে! পর প্রজন্ম বিপরীত মেরুতে
অর্থের মাপকাঠিতে, দেয়নি তারা প্রাপ্য সন্মান
হারিয়ে যাচ্ছে দ্রুত...জীবন-যৌবনদ্যুতি
একাকী-অথর্ব জীবনের ইঙ্গিত হচ্ছে স্পষ্ট,
আরো স্পট, দিনে দিনে, প্রতি মূহুর্তে।


জীর্ণ-দীর্ণ-একাকীত্বের জীবন আসছে
মৃৃত্যুর থেকেও বোধহয় সে ভয়ঙ্কর !!
অশ্রূজলে  বিধাতাকে শুধায় বারবার.....
আগমনে, কত আদর-উৎসব-অভ্যর্থনা !!
কিন্তু বিদায় লগ্নে...
কেন !! কেন এত অনাদর-ভয়-যন্ত্রণা !!
********************************************
সুব্রত ভৌমিক ০৯০৫২০২১ ১৭১২২০২১ কোল-৭৫
*********************************************