# 'সেলাম দুখু মিয়া' #
          (কবিতা)


হে মহান্ আত্মা, কবি কাজী নজরুল ইসলাম
শয়নে-স্বপনে-মননে-প্রাত্যহিক জীবন যাত্রায়-
শতাব্দী পরেও আপনি প্রাসঙ্গিক...পূর্ণ মাত্রায়।


বলে, দুঃখ-কষ্ট-যাতনায় পুড়ে মানুষ হয় মহান্
তামাম ভারত বাসীর শ্রদ্ধার নজরে চিরকাল-
'দুখু মিয়া'' আপনি তার...এক জ্বলন্ত উদাহরণ।


"বিদ্রোহী" কবিতায়...হয়ে দেশবাসীর সমমনা
ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের ঊষা লগ্নে
লেখনীতে জাগিয়েছেন দশের বিবেক-চেতনা।


সব অন্যায়ের বিরুদ্ধে ছিল আপস হীন জীবন
নারী-পুরুষের সাম্যতা চেয়ে হয়েছেন সোচ্চার
জাতপাত নিয়ে লড়তে, হয়েছেন বিরাগভাজন।


প্রতিবাদী শব্দ ঝংকারে এনেছেন...কাব্যময়তা
বাঁশের-বাঁশী ও অস্ত্র ধরেছেন একসাথে দু'হাতে
সৃষ্টি করেছেন নূতন রাগে কবিতায়...প্রেমময়তা।


করে ছিলেন দ্রোহ-সম্ভবনাকে মূহুর্তে মূর্ত বাস্তবে,
আপনার সেই বিখ্যাত 'বিদ্রোহী' কবিতার জোরে-
প্রকট হয়েছিল জন-জাগরণ...সমস্ত দেশ জুড়ে।


আপনার মত ভারত প্রেমিক, জন্মেছেন ক'জন?
কিন্তু অসুস্থতা কালে !! জাতি ধর্ম নির্বিশেষে সবাই-
নির্বিকার থেকেছে, যখন ছিল অর্থের প্রয়োজন।


ওগো...কবি-সঙ্গীতজ্ঞ-ঔপন্যাসিক-নট্যকার-যোদ্ধা-
গায়ক-অভিনেতা-চিত্র পরিচালক-স্নেহময় পিতা,
সাতচল্লিশতম তিরধান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।


ক্ষমা করুন নিজ গুণে অধমদের...হে মহান্ ত্রাতা।


***************************"**
সুব্রত ভৌমিক   ২৯-০৮-২০২২  কোলকাতা-৭৫
******************************