# 'সেতু' #
  (কবিতা)


সেতু আছে...এড়াতে যান-জট, রাস্তা বরাবর
সেতু আছে...জুড়তে রেল লাইনের, দুই-ধার।
সেতু আছে...অসংখ্য নদী-নালা-হ্রদের উপর
সেতু আছে...সমুদ্রে, বানিয়ে ছিলেন অবতার।


সেতু...যোগাযোগ-সময়, দেয় অনেক কমিয়ে
উন্নয়ন আসে দ্রুত !! দেয় পরিস্থিতি পাল্টিয়ে।


সেতুতে-সেতুতে তাই তো ছেয়ে গেছে চরাচর
ভূপৃষ্ঠের ক্ষেত্র, বাড়িয়ে দিয়েছে সেতুর-চাদর!


তা সত্ত্বেও...অসংখ্য সেতু চাই-ই-চাই অবিলম্বে
তবেই মানুষ অবলুপ্তি হতে বাঁচাবে, নিঃসন্দেহে।


দৃশ্যমান হয় না এ সেতু !! সাধারণ দৃষ্টি শক্তিতে
অন্তরের নিখাদ ভালবাসাই, এ সৃষ্টির-আদিতে।


সেতু দরকার...সব মানুষ আর সমস্ত প্রকৃতি মাঝে
সেতু দরকার...জাতি-ধর্ম নির্বিশেষে সকল-মাঝে।
সেতু দরকার...নিজের সাথে 'নিজ-অন্তর-আত্মার'
সেতু দরকার...সব সংসারে গড়তে সুন্দর পরিবার।


হোক্ না আবদ্ধ বন্ধুত্বের-সেতুতে দুনিয়ার সব দেশ
বন্ধ হোক্ যুদ্ধ...ফিরুক বিশ্বে আনন্দঘন পরিবেশ।
******************************
সুব্রত ভৌমিক  ১১-০৭-২০২২  কোলকাতা-৭৫
******************************