# 'শিক্ষক দিবস-২০২২' #  
   (কবিতা)


পবিত্রতা আর শিক্ষকতা হল...
একই মুদ্রার এপিঠ আর ওপিঠ,
কলুষ মুক্ত একজন নাগরিক-ই
হতে পারেন, আদর্শ শিক্ষাবিদ্।


মোমবাতি জ্বলে...নিজেই ফুরিয়ে -
শেষ অব্দি করে পরিবেশ উজ্জ্বল,
আদর্শ  শিক্ষক, নিঃস্বার্থে দেশের-
সুনাগরিক তৈরিতে আনেন সুফল।


হালে, অহংকার করার মত শিক্ষক-
ভারতে নেই বল্লেই বোধহয় ঠিক হবে,
দুর্নীতির গ্রাসে প্রায় সবাই নিমজ্জিত
শিক্ষা ছাড়াই...'স্যার' বলে পরিচিত !!


শেষ বিখ্যাত শিক্ষক ডাঃ রাধাকৃষ্ণণ,
তাঁর জন্মদিনে এই দিবসের প্রচলন।
আদর্শ শিক্ষক আছেন কয়েক জন
তাঁদের জন্যই হয়, কিছু পঠনপাঠন।


সব শিক্ষার সব মাস্টারকে ছাত্রদের-
উচিত এই দিবসে অন্ততঃ স্মরণ করা,
তাই বলে...
যাবেনা ভোলা মাতা-পিতার অবদান !!
"হাতে-খড়ি"...শিক্ষার প্রথম সোপান।


আজ শিক্ষক দিবস, কুড়ি-বাইশ সাল
সেপ্টেম্বরের পাঁচ তারিখের শুভ সকাল,
সকল প্রকৃত শিক্ষকদের প্রণাম জানিয়ে-
প্রার্থনা করি....
ফিরুক আবার শিক্ষায় গৌরবময় কাল।
***********************
সুব্রত ভৌমিক ৫/৯/২০২২ কোল-৭৫
***********************