.       # 'শিশু দিবস' #
            (কবিতা)


সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি এক শিশুর
শিশুর ক্ষমতায় হার মেনেছে অসুর।


এসব হোল পুরাণের সব গল্প কথা
আধুনিক মানুষ প্রায় মানে না গাথা।


গৃহ ছাড়া লাঞ্চিত শিশু বসে পথ-ধারে
প্রায় কেউ চেয়ে দেখেনা তাদের ফিরে।


বছরে একদিন...
ভারত পালন করে শিশু দিবস ঘটা করে
বুঝিনা কি তার তাৎপর্য সমস্ত দেশ জুড়ে।


প্রতি জনের অন্তরে শিশু থাকে ঘুমিয়ে
তাকে তাচ্ছিল্যে ! বিশ্ব যাচ্ছে পিছিয়ে।


অন্তরে-বাইরে শিশুকে দিতে হবে আদর
শিশু দিবস পালিত হোক...সমস্ত বছর।


তথা কথিত বুদ্ধিজীবীদের নেই দরকার
শিশু মনের মানুষ আনুক উন্নয়ন জোয়ার।
************************
সুব্রত ভৌমিক ১৪১১২০২২ কুচবিহার
************************