.   # 'SMWA ও চা-বাগান' #
                     (কবিতা)


এখানে...প্রায় সব প্রাপ্ত বয়স্করা
সদর দরজা খুলে বেড়িয়ে পড়েন,
সাত সকালে, কেউ বা একটু পরে,
সাথে হাঁটেন, মন খুলে কথা বলেন।


সুন্দর পরিবেশ বিরাজ করে-
কোলকাতা-যাদবপুরের পাশে,
সন্তোষপুরের সবুজ সার্ভে-পার্কে
দু'বেলাই মন্দিরের ঘন্টা বাজে।


আধুনিক বিশ্বায়নের দৌলতে-
হারিয়ে যাচ্ছে আঞ্চলিক কৃষ্টি,
দলের সাংস্কৃতিক চর্চা, জনসেবা,
স্বাস্থ্য চিন্তা...কেড়েছে বহু দৃষ্টি।
অধিবাসী অ্যাসোসিয়েশনের-
নাম SMWA...সুন্দর প্রতিষ্ঠান,
প্রায় দু'শ পঞ্চাশ সদস্য সংখ্যা
হোক্ শ্রীবৃদ্ধি, হোক্ গুণগান।
তরুণরাও কিছু আছেন সাথে
কর্মকাণ্ডের সাথে থাকেন মেতে।


আরও আছে ...
সিনিয়র জনা পনেরর এক দল,
বাহারি নাম হল তার "চা-বাগান"
সকালে চায়ের দোকানে আড্ডায়-
নানান সমকালীন বিষয় পায় স্থান।
চায়ের পেয়ালায় তুলে তুমুল ঝড়
সমস্যার যেন হয়...রোজ সমাধান।
প্রায় প্রতিদিন থাকে 'সেলিব্রেশন'
যান বেড়াতে সবাই, যখন তখন।


সদস্যরা আছেন মনের সুখে ভেসে
বয়স্কদের আশা...
চলে যেতে পারেন যেন, হেসে হেসে।
*************************
সুব্রত ভৌমিক ২৯১১২০২২ কোল-৭৫
SMWA : Santoshpur Morning Walkers Association.
*************************