'শূন্য'
(কবিতা)


শূন্য মানে গোল্লা...কিছু-না,
এতো সবাই জানে !
কিন্তু শূন্যের আসল মানে--
বোঝেই বা কয়জনে ?


সংখ্যার আগে এলে !
দাম তার একদম নেই,
কিন্তু পরে এলে !
তাকে আমরা বারে বারে চাই !


জীবনের পথে, 'শূন্য' দেয় বাস্তব শিক্ষা,
বলে, সংসারে থেকো না একদম সামনে--
আগলাতে সবাইকে যারা আছে পেছনে !
সোনালী দিন সব চলে যাবে বহুদূরে !
পড়ে রবে একা--
অনাদরে-অবহেলায় তুমি ! কুঁড়েঘরে।


তাই বলি...সবকিছু পেতে হলে জীবনে--
থেকো সবে পিছিয়ে !
বুঝে-শুনে, দেখে-টেখে, ভালো-মন্দ--
নিও সবই গুছিয়ে !  


তবে মনে রেখো !!!
'শূন্য' থেকেই জীবন আসে, 'শূন্য' হাতে !
শূন্যে-ই ফেরে শেষে, সবই ফেলে রেখে।
জীবনটাই মনে হয় যেন--
প্রায় রস ছাড়া, বড়সড় এক গোল্লা !!!
************************
সুব্রত ভৌমিক  ২৬-০৯-২০২১ কোল ৭৫
*************************