# 'স্বামীজি স্মরণে' #
     (কবিতা)


ঘুরে...আজ আবার এসেছে জানুয়ারি বারই,
তোমার শুভ জন্মদিন স্বামীজি...
প্রতিবছর এদিন তোমায় কত প্রণাম জানাই
কিন্তু কক্ষনো ভুলেও ক্ষমা প্রার্থণা করিনা !!
যদিও জানি সবাই, তোমার জীবিত অবস্থায়
কত কুৎসা, দোষান্বেষণ করেছি এই আমরাই।


মাথা হেঁটে হয়ে যায় যখন মনেপড়ে আমরা
তোমায় যোগ্য একজন স্কুল মাস্টারও ভাবিনি !!
বহিষ্কৃত হয়েছে স্কুল থেকে অযোগ্য শিক্ষক অপবাদে !!
নিদারুণ দারিদ্রে ছোট চাকরির যোগ্যও কেউ ভাবেনি !!
ব্যাভিচারী অপবাদে ভবতারিণী মন্দিরে ঢুকতেও পারনি !!


দেশবিদেশে হয়েছ পদে পদে লাঞ্ছিত, অপমানিত !!
সুক্ষ্ম দেহে ঠাকুর রামকৃষ্ণ ছিলেন তোমার সহায়
চমৎকার ঘটিয়ে তিনিই করেছেন সমস্যার অন্ত।


তোমার আদর্শের বুলি আওড়াই প্রায় সবাই
"জীবে সেবাই শিবে সেবা"...অন্যকে বোঝাই
কিন্তু সন্তানকে, নিজের সেবা করাই শেখাই।


জীবিতকালে অন্তহীন বিড়ম্বনার শিকার তুমি,
পুরুষাকারে সব বাধা জয় করে--
বিশ্বে আদায় করেছ মান্যতা তোমার আদর্শের,
ধর্ম প্রচার করেছ, কিন্তু শিষ্যদের ধর্মান্তর করনি।


মানুষের প্রকৃত বন্ধু, হে স্থামী বিবেকানন্দ মহারাজ
ক্ষমা করেদিও বিকেকহীনদের...মহান নিজগুণে
কুড়ি-বাইশ খ্রিস্টাব্দে, তোমার একশষাটতম জন্মদিনে
রইল অন্তররের সহস্র বিনম্র প্রণাম...তব শ্রীচরণে।
******************************
সুব্রত ভৌমিক  ১২ই জানুয়ারী ২০২২  কোল-৭৫
******************************