# 'স্বপ্নের বি ই কলেজ' #      
         (কবিতা)


জীবনের ছ'ছটা যুগ পেরিয়ে...ফিরে দেখি !!
হারিয়ে গেছে অনেক পুরোনো দিনের স্মৃতি,
দীর্ঘ আযু-পথের...অনেকটাই নজরে ধূসর,
স্পষ্ট মনে পড়ে...কিছু কিছু সুখ-দুঃখের ঘটনা
আর !! ....
বি ই কলেজে ঢোকার পর...ঐ পাঁচটি বছর !!


সেই যে আমাদের....ঘন-নবমৌবন মাখানো -
বিক্কলেজ ক্যাম্পাসে, স্বপ্নিল হোস্টেল জীবন !!
ঢেউয়ের মত !! এক সাথে ওঠা-বসা, চলা-ফেরা
সাতান্ন বছর পেরিয়ে, স্মৃতিতে আজও অম্লান !!


উচ্চবিত্ত-মধ্যবিত্ত...শহুরে স্মার্ট-গঞ্জের গোঁয়ার
হরেক রকম মেধাবীদের একসাথে চলা শুরু,
প্রথম বর্ষে হোস্টেল রুমে, একঘরে চারজন !!
র্্যাগিং-এর ভয়ে কাঠ...সবার বুক দুরুদুরু !!


কিন্তু...বছর না ঘুরতেই -
সিনিয়র-জুনিয়র মিলেমিশে সম্পর্কে দাদা-ভাই !!
পড়াশুনার সাথে খেলাধুলা, 'জিম', সিনেমা দেখা -
রোমিও-গিরি "বটসে"...স্বপ্নের দেশে ছিলাম সবাই।


বর্তমান কুড়িবাইশ-সালে, কলেজের হাল -
নেই গোচরে...
কিন্তু, সাতন্ন বছর আগে যখন ঢুকে ছিলাম সবাই
তখন বি ই কলেজের খুব সুনাম ছিল, দেশজুড়ে !!
কঠিন এনট্রান্স পরীক্ষা দিয়ে -
মেধাবী ছাত্ররাই  ঢুকতো এই কলেজে, কষ্ট করে।


আবাসিক কলেজের ছাত্র জীবন ছিল যেন -
নানা জাতি, নানা ধর্মের...এক মহা মিলন মেলা,
দিনগুলো থাকত, কি মহা-আনন্দেই যে ভরা !!
যে থেকেছে শুধু সেই জানে, যায়না একে ভোলা।


কলেজের নাম, কলেজের ধরন পাল্টেছে এখন,
অনাবাসিক হওয়ার পর ছাত্ররা কি করে জানিনা,
তবে, পুরোনো আবাসিক কলেজের ছাত্র-ছাত্রীরা -
'ব্যাচ' অনুসারে...এখনও মিলিত হতে ভোলে না।


রবি ঠাকুরের কবিতা দিয়ে, শেষে মনের কথা বলি...
          " দিন গুলি মোর সোনার খাঁচায় রইলো না -
                 সেই যে আমার নানা রংএর দিনগুলি"।


হে মহান বি ই কলেজ...
তোমায় ও তোমার শিক্ষকদের হাজারো সেলাম,
তুমি...ছিলে-আছ-থাকবে চিরকাল স্বমহিমায়,
তোমার দৌলতে, আমরা সুন্দর জীবন কাটালাম।
****************************
সুব্রত ভৌমিক  ২৮-০৪-২০২২  কোল-৭৫
"বটস"--- বোটানিক্যাল গার্ডেন, কলেজ সংলগ্ন।
বি ই কলেজ.... বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ
****************************