'তাড়া'  
                   (কবিতা)


প্রকৃতি মায়ের....
কক্ষনো কোনই তাড়া থাকেনা--
তাঁর...সকল-সফল-সৃজনে,
কোন অবস্থানেই ফাঁকি থাকেনা--
নিজের সর্বোত্তম, সব পরিবেশনে।


বিশ্বপ্রকৃতির.....
সব জীব থাকে শান্ত, শুধু মানুষ ছাড়া !
জখম করে কেড়ে নিতে সে উন্মাদ,
পার্থিব সর্ব সুখ এক্ষুনি চাই, এমনি তাড়া !


অজানা কোন বিশেষ কারনে--
বিধাতা দিয়েছেন শুধু মানুষকেই রেহাই,
নিজের জীবনে...ভালো-মন্দ সবকিছুই​--
বিনা কৈফিয়তে...করতে পারে বাছাই।


তার সব ঔদ্ধত্যের মূলে, ঐ স্বাচ্ছন্দ্য--
যা করেছে তৈরি, কত ধরনের মানুষ !!
তবে বেশির ভাগই চরম লোভী....
রাতারাতি ধনী হতে, হচ্ছে অমানুষ !


সবেতেই তাড়া....জীবন ছন্নছাড়া !!
সে....জেনে শুনেও আমল দেয়না--
জীবনে প্রেম-প্রীতি-ভালোবাসায়--
জোর করে পূর্ণতা আনা যায়না !!
পূর্ণতা...যৌবনেই সর্বদা আসেও না।


'হরদম্-হুড়োহুড়ি-তড়িঘড়ি'.....
বিহ্বল-ক্লান্ত-জীবন, আর যে বাঁচেনা !
বিপর্যয় নেমেছে বহুবার বহু সংসারে,
ঠকেছে মানুষ ..তবুও পরোয়া করেনা !!
এভাবে চলতে চলতে একদিন ঠিক...
ধরায় মানুষের, আর কোন ঠাঁই হবেনা।
**********************************
সুব্রত ভৌমিক  ০৫০৯২০২১  কোল-৭৫               *********************************