#'তাড়াতাড়ি'#
(কবিতা)


ওহে 'সিনিয়র'....
খুব তাড়াতাড়ি করুন সবকিছু
জীবনের আয়ু বেশি দিন নেই !!
আনন্দ জীবনে যা আছে বাকী
সেরে নিন এই বেলা....সবাই।


জীবনে করেছেন বহু কৃচ্ছ্রসাধন
পরের তরে, দিয়েছেন সব ঢেলে
অবসরের বেলা শুধুই আপনার
অপূর্ণতা ফেলে যাবেন না চলে।


আপনজন পর হোয়ে যায় সব
বেশিরভাগ চতুর !! মুখোশধারী
ঘিরে থাকবেন তারা দিবারাত্রি -
যেন...শিকার ঘিরেছে শিকারী !!


তবে, ভয় পাওয়ার নেই দরকার
'চুপকে' চিনে রাখুন, 'আপন-পর'
ধরায় আসা আর যাওয়া বেকার
দরকার নেই, আর ফিরে আসার।
**********************
সুব্রত ভৌমিক  ১৭০৭'২২  কোল-৭৫
**********************