# 'উত্তর-পূর্ব ভারতবর্ষ ভ্রমণ' #
               (কবিতা)


মনের মণিকোঠায় থাকবে সুরক্ষিত
উত্তর-পূর্ব ভারত ভূখণ্ড ভ্রমণ স্মৃতি
নয়নাভিরাম প্রাকৃতিক সব শোভা
অবিশ্বাস্য!...প্রকৃতির অপূর্ব সৃষ্টি।


অসংখ্য ঝিঁঝিঁ পোকা, ঘন্টির সুরে-
গান করে চলে, যেন তারা পুরোহিত
প্রকৃতি দেবীর পুজোয় ডুবে সর্বদা
মনে হয়, প্রার্থনা করে সর্বজন-হিত।


অসংখ্য জনজাতির বাস বহু পাহাড়ে
যাদুঘরে সাজানো তথ্য, সুন্দর করে।
অরণ্যের আদিমতা...সযত্নে সুরক্ষিত
নির্ভয়ে বাস করে বন্য পশুপাখি যত।


মনমুগ্ধকর আপ্যায়ন সর্বজনে ও সর্বত্র
সাদাসিধে সরল অধিবাসী ছড়িয়ে যত।
মনে হয় যেন, ধরায় নেমেছে সেথা স্বর্গ
স্নিগ্ধ শীতল পরিবেশ মনকাড়ে অবিরত।


স্বপ্নে দেখার মত স্বচ্ছ-সবল জলপ্রপাত
তক্তকে লেকে সপরিবারে নৌকা বিহার
তুলনাহীন আনন্দঘন পরিবেশে, সবান্ধব-
আবার ফিরে আসার ইচ্ছে থাকে সবার।
***********************
সুব্রত ভৌমিক ০৯১১২০২২ কুচবিহার
(গুয়াহাটি-শিলং-চেরাপুঞ্জি ভ্রমণ অভিজ্ঞতা)
***********************