# 'বিজয়া দশমী-১৪২৯' #
      (কবিতা)


হে জগৎ জননী মা দূর্গা....
প্রার্থনায় তো শুনলে কত দুঃখ ঘরে ঘরে!
তবুও তুমি কেন কৈলাসে যাচ্ছ ফিরে?
বহাল তবিয়তে এখনো অসুররা ঘোরে!
সন্তান সব রাস্তায় ! বেঘোরে যাবে মরে।
তবুও আশায় বুক বেঁধে ....
রাখছি পূর্ণ ভরসা সবাই তোমারই তরে
সব ঠিক করে দিও মা, কলকাঠি নেড়ে।
অশ্রুজলে দিলাম বিদায়, প্রণমী তোমারে।


অসুর শূন্য পৃথিবী ! এক্ষণে শুধু মাত্র কল্পনা
বাস্তবে সম্ভব কিনা...তা নিয়ে আছে জল্পনা,
সফল হলে কোন দশমীতে তোমার কষাঘাতে!
সেদিনই হবে, সঠিক বিজয়া দশমীর আরাধনা।
****************************
সুব্রত ভৌমিক ০৫১০২০২২ দশমী  কোল-৭৫
পুজা মন্ডপ, সার্ভে পার্ক। ৮টা রাত্রি।
****************************