# 'ঋষি অরবিন্দ স্মরণে' #


আজ থেকে ঠিক একশ একান্ন  বছর আগে...
এক মহান-আত্মা জন্মেছিলেন পরাধীন বাংলায়
সম্পূর্ণ বিলিতি আদব কায়দায় বেড়ে ওঠা যুবক
সর্বসুখ ত্যাগ করেন !! শৃঙ্খলিত দেশের সেবায়।


ইংল্যান্ডে উচ্চশিক্ষায় চোদ্দোটি বছর কাটিয়ে
'ইন্ডিয়ান সিভিল সার্ভিস' কে ঘৃণায় ত্যাগ করে -
সাধারণ চাকরি নিয়ে, দেশে করেন প্রত্যাবর্তন
আধুনিক মনস্কতায়, পাল্টে দেন বিপ্লবের ধরন।


ভারতে সদ্যজাত কংগ্রেস দল ইংরেজ অধীনে-
'স্বায়ত্তশাসন' চেয়ে তখন করত প্রস্তাব-প্রার্থনা,
ইংল্যান্ডের রাণীকে বলত তারা...'ভারত মাতা' !!
গর্জে তিনিই করেন, পূর্ণ-স্বরাজ ডাকের সূচনা,
স্বশস্ত্র ও অহিংস 'দুই পথেই করেছিলেন বিপ্লব
পরে...এ পথেই পূর্ণতা পায় স্বাধীনতার কল্পনা।


বিংশ শতাব্দীর প্রারম্ভে....পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে
জুগিয়েছিলেন বিপ্লবীদের 'বোমা' ছোড়ার ইন্ধন,
এই অপরাধে, কারারুদ্ধ করে তাঁকে বৃটিশরাজ !!
দীর্ঘ মামলায় তাঁকে মুক্ত করেন দেশবন্ধু চিত্তরঞ্জন।


নির্জন কারাগারে, ঈশ্বর সাধনায় করেন সিদ্ধিলাভ
মুক্ত হয়ে...সশস্ত্র বিপ্লবের পথ করেন পরিত্যাগ,
নির্জনতা ভালবেসে, আধ্যাত্মিকতায় হয়ে যান মগ্ন
ত্যাগের জীবন যাপনে হয়ে ওঠেন...'ঋষি' যেন !!


আজ কুড়িবাইশ সালের পনেরই আগস্ট.....
ভারতের স্বাধীনতা পেরোল পঁচাত্তর বছর
এবং.....
বিপ্লবী শ্রীঅরবিন্দ ঘোষের সার্ধশতবর্ষ পূর্তি
দেশের স্বাধীনতা কামনায় ছেড়ে ছিলেন সর্বস্ব
তাঁর ত্যাগ স্মরণে আজ, শ্রদ্ধায় নতশির ভারতবর্ষ।
*****************************
সুব্রত ভৌমিক  ১৫-০৮-২০২২  কোলকাতা-৭৫
*****************************