সমস্ত পথ হবে অবরুদ্ধ, জানতাম –
নিশ্চল হয়ে পরবে সকল ঔদ্ধত্য ।
উঁকিঝুঁকি মারা আশারা, ক্ষান্ত দিবে-
অন্ধকারে মিলিয়ে যাবে –
একটা নিশ্বাস, অথবা একটা হাই –
তুলতে থাকা কণ্ঠরোধ করবে নেকড়ের দল।
ভয়ার্ত, ক্ষুধার্ত, বিপন্নও মনের-
সন্ধি গুলো ক্ষীণ হতে হতে মিলিয়ে যাবে ,-
মাথা নত হবে লজ্জাবতীর মূলে।
আমার সমস্ত লোম কুপের প্রতিতি রন্ধ-
আটকে পরবে ব্যর্থতার গ্লানিতে,
আমি মিলিয়ে যাব কোন এক-
নিশ্ছিন্দিপুরের বাশঝারের আরালে-
কোন পাতকুয়োর অগভীর গভীরে !