যখন তুমি স্বপ্নে আসতে শুরু করেছিলে -
তোমাকে স্পষ্ট দেখতে পেতাম ,
তোমার চোখ কথা বলতো –
তোমার ঠোঁট ডাকতো ,
অবাধ্য তোমার চুল গুলো –
ঢেউ খেলে যেত , আর আমাকে
ভাসিয়ে নিয়ে যেত সুধুর সেই দেশে,
যেখানে তুমি আমি আর আমাদের ভালোবাসা…
তুমি বলতে আমি শুনতাম
আর ভালোবাসা বাসা বাঁধত,
তোমার আনন্দ মুক্ত হয়ে ঝরত,
আর আমি কুঁড়িয়ে রাখতাম
আমার ভালোবাসার মূল্য হিসেবে ।


এর পর এ’ল সেই সব দিন
স্বপ্ন আর বাস্তব মিলে সোনালী দিন
তোমার আমার একসাথে পথ চলা
কখনও স্কুলে যেতে যেতে
কখনও বা স্কুল বাড়ীর পিছে , গাছতলা ।
আবার কখনও বিকেল্ বেলা খেলার মাঠে
পাশা-পাশি শুয়ে থাকা ,
আর তোমার ঠোঁটের আলতো ছোঁয়া ,
তোমার বুকে মাথা গুঁজে নিরিবিলি আশ্রয় খোঁজা ।


এখনও আমি স্বপ্ন দেখি
তোমাকে , না হয়তো তুমি নও –
তোমাকে তো  আমি চিনি, তুমি তো অচেনা নও !
এখন যে স্বপনে আসে, তার
চোখ কথাবলে না , আর –
চোখে হিংস্রতা, ঠোঁটে বাঁকা হাঁসি
আর যেন  বলে –
‘কি গো চিনতে পারলে না তো!
চিনবে কি করে ? আমি তো
নিজেকেই চিনি না , আমি কে ,
আমার মন কি চায় !’
স্বপ্ন দেখতাম, এখনও দেখি ,
কিন্তু কি দেখি ?
মনে পরে না , মনে পরে –
শুধু তোমাকে ।